SC East Bengal : চিমার পরিবর্তে কে? নতুন বিদেশি এসসি ইস্টবেঙ্গলে
ড্যানিয়েল চুকুয়াম চিমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন লালহলুদ সমর্থকরা। কিন্তু আইএসএলের সবকটা ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়া এই বিদেশি স্ট্রাইকারকে ছেঁটে ফেলার জন্য ঝড় তুলেছিলেন এসসি ইস্টবেঙ্গল সদস্যসমর্থকরা। অবশেষে চিমাকে ছেঁটে ফেললেন লালহলুদ কর্তরা। শুক্রবার মুম্বই সিটি এফসি ম্যাচের পরই তাঁর সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়। শনিবারই তিনি নরওয়ের পথে রওনা দিয়েছেন।আরও পড়ুনঃ রয় কৃষ্ণা করোনায় আক্রান্ত? স্থগিত এটিকে মোহনবাগানের ম্যাচচিমার পরিবর্তে ইতিমধ্যেই বিদেশি স্ট্রাইকারের সন্ধানে নেমে পড়েছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। জুয়ান মেরা, সার্জিও মেন্ডির নাম ভেসে উঠেছে। একসময় লালহলুদে খেলা যাওয়া হাইমে কোলাডের সঙ্গেও কথা বলেছেন কর্তারা। নতুন বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছেন নবনিযুক্ত কোচ মারিও রিভেরা। তাঁর সঙ্গেও আলোচনা করছেন লালহলুদ কর্তারা। সোমবারে মধ্যেই নতুন বিদেশি চূড়ান্ত করতে চান। বিদেশি ফুটবলারের পাশাপাশি নতুন স্বদেশি ফুটবলারের খোঁজেও রয়েছেন কর্তারা। তবে যে ফুটবলারই আসুন না কেন ১০ দিন কোয়ারেন্টিন পর্ব না কাটিয়ে মাঠে নামতে পারবেন না।আরও পড়ুনঃ নবান্নের নয়া কোভিডবিধি, শর্তসাপেক্ষে খোলা যাবে বিউটি পার্লারড্যানিয়েল চুকুয়াম চিমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আন্তোনীয় পেরোসেভিচ নির্বাসনের কবলে। টমিস্লাম, ফ্রাঞ্জো পিরেসরা চোটের কবলে। এই অবস্থায় ১১ জানুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে বিদেশি ছাড়াই মাঠে নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। কারণ ড্যারেন সিডোয়েল এখনও পুরোপুরি ফিট নন। তাই বিদেশি সমস্যা মেটাতে পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন জানানো হয়েছে। এখন ফেডারেশনের অ্যাপিল কমিটির দিকে তাকিয়ে লালহলুদ টিম ম্যানেজমেন্ট। যদি পেরোসেভিচের শাস্তি কমে যায় কিছুটা হলেও স্বস্তি পাবে এসসি ইস্টবেঙ্গল।আরও পড়ুনঃ নেতাইয়ে শুভেন্দুকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় মুখ্যসচিব, ডিজির কাছে কৈফিয়ৎ চান রাজ্যপাল